সিতাইয়ে জমি বিবাদের জেরে বিজেপি নেতার নামে মিথ্যে মামলা দিয়েছে এক মহিলা,আর তৃণমূল সেটা নিয়ে রাজনীতি করছে, কোচবিহারে বললেন বিজেপি জেলা সভাপতি। উল্লেখ্য সিতাইয়ের বিজেপি নেতা রাধেশ্বর বর্মনের নামে এক মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করে সিতাই থানাতে। অভিযোগের ভিত্তিতে গতকাল সেই বিজেপি নেতাকে গ্রেফতার করে সিতাই থানার পুলিশ এবং আজ তাকে দিনহাটা আদালতে পেশ করা হয়। এপ্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন কি জানিয়েছেন শুনে নেব