শনিবার ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত নগর সোবাগঞ্জ এলাকায় অবস্থিত ভাঙা সেতু থেকে এক ব্যক্তি বুড়া ধরলা নদীর জলে পড়ে গিয়ে আহত হয়। স্থানীয় ও পথ চলতি মানুষরা চোখে পড়লে দ্রুত ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে শীতলকুচি হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখানে ওই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে।। এই ঘটনার পরে পরেই স্থানীয়রা জড়ো হয়ে ভাঙা সেতুর সামনে বিক্ষোভ দেখায়। এবং নতুন সেতুর দাবি জানায়।