This browser does not support the video element.
ইংরেজবাজার: স্বামীর অবর্তমানে প্রান্তপল্লী এলাকায় বিষ খেয়ে আত্মঘাতী এক গৃহবধূ
English Bazar, Maldah | Aug 23, 2025
বিষক্রিয়ায় মৃত্যুতে চাঞ্চল্য ইংরেজবাজারে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দীপ্তি মান্নার (২৪)। প্রায় আড়াই বছর পূর্বে শঙ্খ জানার সঙ্গে বিয়ে হয় দীপ্তির। কর্মসূত্রে ওই দম্পতি মালদা শহরের প্রান্তপল্লি এলাকায় থাকতেন। পরিবারের দাবি, দীপ্তি বেশ কিছুদিন ধরে নার্ভের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে স্বামীর অবর্তমানে বিষপান করেন দীপ্তি।