মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা এলাকায় বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার ২ মহিলা। বুধবার সন্ধ্যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নতুন ডাকবাংলা এলাকায় ২ মহিলাকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ জানিয়েছেন ধৃতদের কাছ থেকে প্রায় ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এদিন উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজিত চন্দ্র লোধ সহ একাধিক পুলিশ আধিকারিকরা।