ভিক্ষা করাকে কেন্দ্র করে দুই মহিলার মধ্যে ঝামেলা। দুজনের মধ্যে বচসা চলতেই এক বৃদ্ধাকে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ দেওয়ার অভিযোগ উঠল অন্য মহিলার বিরুদ্ধে। শনিবার বিকেল সাড়ে তিনটায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন একটি আবাসন চত্বরে। বিষয়টি নজরে আসতেই অভিযুক্ত মহিলাকে আটকে রাখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ আহত বৃদ্ধাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।