সাব্রুম অটো স্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ীদের উদ্যোগে প্রথমবারের মত গনেশ চতুর্থী উদযাপন করা হচ্ছে,ভক্তদের মধ্যে ব্যপক উৎসাহ লক্ষ্য করা যায়।২৬ শে আগষ্ট রাত সাড়ে ৯ ঘটিকায় গনেশ প্রতিমা আসলো মন্ডপে।জানা যায় সাব্রুম শহরে এই প্রথম জাকজমক পূর্ন ভাবে গনেশ পুজা হচ্ছে।এর আগেও সাব্রুমে কয়েকটি গনেশ পুজা হতো কিন্তু তা ছিলো ছোট আকারে।এই প্রথমবারের মত সাব্রুমে বড় পরিসরে গনেশ পুজা হচ্ছে।আগামীকাল সকাল থেকে পুজা শুরু হবে,বিকাল তিন ঘটিকা থেকে অন্ন প্রসাদ বিতরন করা হবে