বাড়ি থেকে বেরিয়েছিল রেশন আনার উদ্দেশ্যে, তারপর আর বাড়ি ফেরেনি ১১ বছরের কিশোর নারায়ণ রায়, পরিবারে চিন্তার ভাজ। ময়নাগুড়ি ব্লকের পদমতি ২ এর ৫ নং বৈকুড় গৌড় গ্রাম এলাকার রাজু রায়ের ছেলে নারায়ন রায় । সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কিশোরের ঠাকুরদা বীরেন্দ্র রায় প্রামানিক জানায় গত ৪ই সেপ্টেম্বর আমার নাতি বাড়ি থেকে রেশন আনার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। নারায়ণ রায়ের, পরনে ছিলো নিল রঙের টি শার্ট ও কালো হাফ প্যান্ট।