রবিবার জানা যায়,গভীর রাতে শ্রীভূমি জেলার বজেন্দ্রনগরের লক্ষী ইলেকট্রনিক দোকানে চুরিকান্ড সংগঠিত হয়। এতে দোকানের স্বত্বাধিকারী জানান,দোকানের পিছনের লোহার দরজা ভেঙ্গে দোকানের প্রবেশ করে দোকানে থাকা দামি সামগ্রী রড কাটার মেশিন, গাছ কাটার মেশিন সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ইলেকট্রনিক সামগ্রী চুরেরা নিয়ে গেছে বলে জানা যায়। তারপর খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং তদন্ত শুরু করে।