উদয়পুর প্রথম প্রয়াণ বার্ষিকীতে কমরেড সীতারাম ইয়েচুরি স্মরণে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয় উদয়পুর সিপিআইএম মহকুমা পার্টি অফিসের কনফারেন্স হলে। প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণ বার্ষিকীতে স্মৃতিচারন সভা সিপিআই (এম) উদয়পুর মহকুমা কমিটি সম্পাদক দিলীপ দত্ত, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রতন ভৌমিকসহ অন্যান্য উপস্থিত ছিল।