নদী বক্ষ উঁচু হয়ে যাওয়ায় প্রবল বৃষ্টিতে সেই বাঁধ টপকে লোকালয়ে প্রবেশ করছে জল। ফুলেফেঁপে উঠেছে পাহাড়ি ঝোড়া। কালচিনি ব্লকের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা আঠাশ ও ঊনত্রিশ বস্তির ঘটনা। শনিবার জেলাজুড়ে হয়েছে একনাগাড়ে বৃষ্টি, আর এই বৃষ্টিতেই চিন্তায় ঘুম উড়েছে বক্সার জঙ্গল ঘেরা দুই গ্রামের বাসিন্দাদের।এলাকার বাসিন্দারা জানান, সম্প্রতি গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় ১৬০ মিটার বাঁধ নির্মাণ করা হয়েছে, তবে প্রবল বৃষ্টিতে সেই বাঁধ টপকেই লোকালয়ে ঢুকছে জল।