হাইলাকান্দিতেBLAপ্রশিক্ষণের প্রস্তুতির খোঁজ নিলেনAPCC-র সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর। হাইলাকান্দিতে জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায়BLA প্রশিক্ষণ শুরু হবে আগামীকাল জেলা সদরের রবীন্দ্র ভবনে।তাই আজ মঙ্গলবার প্রশিক্ষণের প্রস্তুতির খবর নেন আসাম প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক তথা জেলা কংগ্রেসের তত্ত্বাবধায়ক আমিনুল হক লস্কর,সম্পাদক ধ্রুবজ্যোতি পুরকায়স্থ সহ বিশিষ্টরা বলে জানা গেছে।