ছাত্র ছাত্রীদের বইমুখী করতে আরামবাগ হাই স্কুলে শুরু হলো বইমেলা।সোমবার ফিতে কেটে মেলার উদ্বোধন করেন স্কুল পরিচালন সমিতির সভাপতি,জানা গেছে,আরামবাগের সব থেকে খ্যাতনামা এই স্কুলে এই প্রথম বার এই উদ্যোগ নেওয়া হয়েছে।বইমেলার মুল মন্ত্র"মোবাইল ছাড়ো বই ধরো"ছাত্র ছাত্রীদের মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে বইমুখী করতেই এই উদ্যোগ বলে জানা যায়।ভারত সরকারের ন্যাশনাল বুক ট্রাস্টের সহযোগিতায় এই বইমেলা চলবে তিন দিন ধরে।এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে পড়ুয়ারা সহ তাঁদের অভিভাবকরা।