বুধবার লোয়াইরপোয়া এলাকায় হাতিখিরা চুড়াইবাড়ি বাইপাস সড়কে সংগঠিত হলো ভয়ঙ্কর সহ দুর্ঘটনা। ঘটনার বিবরণে জানা গেছে,পাথর বোঝাই ডাম্পার ত্রিপুরার পথে চলছিল। হঠাৎ সামনের একটি পণ্য বোঝাই লরির টায়ার ফেটে যায় এবং তার গতি ধীরে হয়ে যায়। তখন ঠিক সময় পিছন দিক থেকে যাওয়া ডাম্পার গিয়ে লরির পিছনে সজোড়ে ধাক্কা মারে। এতে ডাম্পার গাড়ির সামনে একেবারে দুমড়ে মুচরে যায় এবং ভিতরে ফেঁসে যান চালক। পরে জেসিবি দিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।