পাড়ার মেয়েকে কটূক্তি করার অভিযোগ তুলে বামনহাটে এক ব্যবসায়ী কে দোকানে ঢুকে মারধর পাড়ার যুবকদের। রবিবার সকাল আনুমানিক ১১টা নাগাদ এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বামনহাট অফিস পাড়া এলাকা। ঘটনা প্রসঙ্গে জানা যায় চৌধুরীহাট এলাকার বেশ কিছু যুবক এসে অফিস পাড়া এলাকার একটি দোকানে ঢুকে আচমকা দোকান মালিক পাথরশন এলাকার এরশাদ মিয়াকে মারতে শুরু করে এবং দোকানে লুঠ চালায় বলে অভিযোগ। যুবকরা অভিযোগ করেন যে ওই দোকান মালিক তাদের এলাকার এক মেয়েকে কটুক্তি করেছে।