সাইরাং থেকে দূরপাল্লার ট্রেনগুলির স্টপেজ লালা বাজার রেলস্টেশনে দেওয়ার দাবিতে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হলো লালায়। আজ বৃহস্পতিবার লালা বাজার ট্রেন স্টপেজ ডিমান্ড কমিটির আহ্বানে অনুষ্ঠিত বিশাল পদযাত্রায় কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ বিভিন্ন দল-সংগঠনের নেতৃবর্গ ছাড়াও লালার ব্যবসায়ী সংস্থা,সাংবাদিক সহ নাগরিকরাও এতে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন বলে জানা গেছে দুপুর একটা নাগাদ। আমাদের একটাই দাবি লালাবাজারে ষ্টেশন চাই, শ্লোগান তুলেন তারা।