নানুর থানার পুলিশের বড়ো সড়ো সাফল্য। এবার এক সাথে ৬টি অবৈধ বালি বোঝাই গাড়ি আটক করলো নানুর থানার পুলিশ।জানা গেছে, পূর্ব বর্ধমানের দিক থেকে মালদার দিকে বালি বোঝাই করে একসাথে যাচ্ছিল ৬টি লড়ি। সেই সময় নানুরের পালিতপুর মোড়ে বাসাপাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ আধিকারিকরা নাকা চেকিং করছিল সেই সময় তাদের সন্দেহ হতেই গাড়ি গুলি কে দাঁড় করিয়ে জিঞ্জাসাবাদের পর পুলিশ বৈধ কাগজ পত্র দেখতে চাইলে গাড়ি চালকরা সেই কাগজ পত্র দেখাতে না পারায় গাড়ি গুলি আটক করা হয়।