ভাদ্র মাসের একাদশী তিথি মানেই করম পরব। প্রকৃতির পূজারী আদিবাসী সম্প্রদায়ের কাছে এ এক বিশেষ উৎসব। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের একমাইল ও শংকরপুর এলাকাতেও বুধবার রাতভর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত করম উৎসবে মেতেছিল গোটা গ্রাম। শতাধিক মানুষ অংশ নেন এই উৎসবে। হাতে করম ডাল, মুখে মঙ্গলকামনার গান—আদিবাসী নৃত্য-গীতে মাতোয়ারা হয়েছিলেন শংকরপুর, একমাইল ও জঙ্গলপুর গ্রামের মানুষজন। উৎসবে শামিল হয়েছিলেন অতিথিরাও।