মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার রঘুনাথপুর গ্রামে বিরল প্রজাতির সাপ উদ্ধার ঘিরে আতঙ্কে গ্রামবাসীরা। শনিবার দুপুরে স্থানীয়রা জানিয়েছেন, রঘুনাথপুর গ্রামের মাঠের মধ্যে ওই বিরল প্রজাতির সাপ দেখতে পায় এলাকার বাসিন্দারা। গ্রামের সকলেই অচেনা সাপটিকে দেখে অবাক হয়ে যান। ঘটনার পর থেকে গ্রামজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। যদিও স্থানীয়রা ওই সাপটিকে উদ্ধার করে বনদপ্তরকে খবর দেয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।