প্রসঙ্গত দীর্ঘ ৬ মাসের বেশি সময় ধরে অচলবস্থা কৃষ্ণনগর পৌরসভায়,ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে কৃষ্ণনগরবাসী।বেহাল দশা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে লাইট,জঞ্জাল।অনাস্থা ডেকে পৌরসভার চেয়ারম্যানকে অপসরণের পরও মেটেনি সমস্যা। রাজ্য নেতৃত্ব ডেকে পাঠালো অন্ধকারে কৃষ্ণনগর পৌরসভার ভবিষ্যৎ।এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শহর কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু বোস দাবি করেন অচলাবস্থা কাটাতে অবিলম্বে কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলরদের বাড়ি ঘেরাও করা উচিত কৃষ্ণনগরবাসীর।