Download Now Banner

This browser does not support the video element.

রাজগঞ্জ: বালাবাড়ি এক্রামিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল; বালাবাড়ি থেকে হল বিজয় মিছিল, উপস্থিত বিধায়ক

Rajganj, Jalpaiguri | Aug 27, 2025
স্কুল ভোটে জয়ী হয়ে বিজয় মিছিল করলো তৃণমূল। ‌ রবিবার ছিল রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এক্রামিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচনে জয়ী তৃণমূল। ‌ বুধবার বিকেল পাচটা নাগাদ সেই জয়ের আনন্দে বালাবাড়ি থেকে বানিয়াপাড়া পর্যন্ত বিজয় মিছিল করা হয়। জানা গিয়েছে, ২০১৭ সালের পর এবার ওই ভোট হয়। বিদায়ী পরিচালন সমিতি ছিল শাসক দল - তৃণমূলের দখলে। ‌যদিও তৃণমূলের দাবি, এতদিন বিরোধীদের দখলেই ছিল পরিচালন সমিতি। ‌
Read More News
T & CPrivacy PolicyContact Us