ঝাড়গ্রাম জেলা জুড়ে পাড়ায় পাড়ায় আয়োজিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির। এলাকার উন্নয়নের বিষয়ে আবেদন জানাতে মানুষের ভিড় হচ্ছে এই শিবিরে। মঙ্গলবার বিনপুর ১ ব্লকের কুই গ্ৰামে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সকাল থেকেই শিবিরে মানুষের ভিড় হয়। রাস্তা ঘাট পানীয় জল সোলার লাইট প্রভৃতি বিষয়ে দাবি জানাতে কুই গ্ৰামে আয়োজিত এই শিবিরে ভিড় হয় মানুষজনের। দুপুর নাগাদ শিবির পরিদর্শনে আসেন বিনপুর ১ ব্লকের বিডিও অনল সরকার