হরিদেবপুর থানা এলাকায় কবরডাঙ্গা মাছ বাজারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। এলাকাবাসীর সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাত্রে এই ঘটনা ঘটতে পারে।এখনো পর্যন্ত মৃত ওই ব্যক্তির নাম, পরিচয় জানা যায়নি। তবে মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা পাথর উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, এই পাথর দিয়ে মাথায় আঘাত করে ওই ব্যক্তিকে মারা হয়েছে। ঘটনার তদন্তে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।।