ভারত-ভুটান সীমান্তের কুমারগ্রাম বনবস্তি এলাকায় ভুটানি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল আবগারি বিভাগ ও এসএসবি। সোমবার আবগারি বিভাগ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রতন ওরাওঁ। সে কুমারগ্রাম চা-বাগানের বাসিন্দা। একটি বাইকে করে ভুটান থেকে ভুটানি মদ নিয়ে সে ভারতে আসছিল। আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেল এবং এসএসবির কালীখোলা বিওপি যৌথভাবে অভিযান চালিয়ে রবিবার রাতে রতনকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩৬ বোতল ভুটানি মদ এবং একটি বাইক।