অস্বাভাবিক মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনা বেলদা থানার গুড়দলা এলাকার। মৃত্যু নিয়ে ধোঁয়াশা থাকায় বেলদা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ জানাচ্ছে মৃতের নাম খোকন দাস। বয়স ৫৩। বাড়ি নারায়ণগড়ের হেমচন্দ্র পঞ্চায়েতের গুড়দলা এলাকায়। পরিবার সূত্রে খবর মঙ্গলবার তিনি ধান জমিতে কীটনাশক দেওয়ার জন্য গিয়েছিলেন। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন মাঠে গেলে মাঠে পড়ে থাকতে দেখেন।