গঙ্গা নদীর জলস্তর বাড়তে শুরু করায় দক্ষিণচন্ডিপুরের কাটা বাঁধের অংশ দিয়ে ক্রমাগত ভুতনির সর্বত্রই জল ঢুকছে। এবারে জলে প্লাবিত হলো ভুতনির একমাত্র হাসপাতালের যোগাযোগের রাস্তা। রাস্তার উপর দিয়ে জল বলছে আর যার ফলে যোগাযোগ ব্যবস্থা হাসপাতালের সাথে বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যত সময় পার হচ্ছে তত ভূতনির মানুষের বিপদ পরিস্থিতি বেড়েই চলেছে। দ্বিতীয়বারের জন্য বন্যয় প্লাবিত হয়ে যাওয়ার পরিস্থিতি ভূতনি বাসীর। নৌকায় করে হাসপাতালে আসতে হবে আগামীতে।