খড়্গপুরে আয়োজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার শিবির একসাথে। খড়গপুর দু নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হলো এদিন এই বিশেষ শিবির। এদিনের এই শিবিরে সমস্যার সমাধানের পাশাপাশি বাল্যবিবাহ রোধে এবং কিশোরী গর্ভধারণ সম্পর্কে বিশেষ সচেতনতা শিবিরের ও আয়োজন করা হয়।