উত্তেজনায় বাতিল হলো এমএলএ কাপ-২০২৫। পুর্ব নির্ধারিত সূচি অনুসারে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা দেবী কলোনি ফুটবল মাঠে রবিবার সন্ধ্যা সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিলো। সেই মতো আয়োজন শুরু হয়। ম্যাচ দেখতে ভিরও জমান ফুটবল প্রেমী উৎসুক জনতা। এলাকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন হলেও টুর্নামেন্টে অংশগ্রহণকারী একটি দল না আসায় খেলা শুরু হতে বিলম্ব দেখা দেয়। বিধায়ক ছাড়াও অনান্য অতিথিদের বরণ অনুষ্ঠান সমাপ্তি হয়।