ভেটাগুড়ির নিশীথেই কেন? উত্তরবঙ্গজুড়ে গণেশ পূজার অনন্য রেকর্ডের রহস্য। সেই রহস্য যেন প্রতিবছর এভাবেই থেকে যায়। কেননা প্রতি বছরই নিয়মনিষ্ঠা মেনে ঘটা করেই দিনহাটার ভেটাগুড়িতে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক গণেশ আরাধনায় ব্রতী হন। আজ সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ গণেশ নবমীর বিশেষ পূজা আয়োজিত হয়। উল্লেখ্য বছরের পর বছর এই ট্রেন্ড ধরে রেখেছেন নিশীথ।