উত্তর মহাকালগুড়ি নিউ প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার কচিকাঁচাদের খেলাধুলা নিয়ে সালিশি সভা করলেন এলাকার বাসিন্দা সহ এলাকার পঞ্চায়েত সদস্য এমনটাই জানা গেছে বুধবার বিকেল তিনটে নাগাদ। শিশুর যখন প্রথম পাঠ চাই তখন খেলার মাঠ আর সেই খেলার মাঠ রীতিমতো গোচারণভূমিতে পরিণত হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার খুদে ছেলেমেয়েদের খেলার মাঠে সব সময় গরু ছাগল বাধা থাকে মাঠের আশপাশে পোয়ালের পুঁজি থেকে শুরু করে বালি পাথর ফেলানো রয়েছে।