দুর্গাপূজা উপলক্ষে রক্তের যোগান নিশ্চিত করতে রাজনগর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে শনিবার দুপুর দুটো নাগাদ রাজীব গান্ধী সেবা কেন্দ্রে পঞ্চম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ‘রক্তদান জীবনদান’ স্লোগানে আয়োজিত এই শিবিরে রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, পূজা কমিটির সদস্য, ব্লক ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা রক্ত দান করেন। রাজনগর থানার ওসি তাপস দত্তের কন্যাও রক্ত দান করেন। রক্তদাতাদের হাতে সার্টিফিকেট, টিফিন ও গাছের চারা তুলে দেওয়া হয়।