সামাজিক সেবা মূলক কাজের মধ্যে দিয়ে দুর্গা পূজার শুভ উদ্বোধন করলো ফুলিয়া পালপাড়া বারোয়ারী পূজা কমিটি। পঞ্চমীর পুণ্য তিথিতে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে সূচনা হলো দেবী আরাধনার। উৎসবের মরসুমে হাসপাতাল গুলিতে যাতে রক্তের যোগান ঠিক থাকে তার লক্ষে এদিন পূজা মণ্ডপ প্রাঙ্গনে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার এই রক্তদান শিবির ও পুজোর উদ্বোধন করেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র ও শান্তিপুর দমকলের আধিকারিক সুদর্শন চক্রবর্তী।