মুর্শিদাবাদ জেলার লালগোলায় বিডিওর সরকারি কোয়ার্টারে দুষ্কৃতীদের হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বুধবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী মুখ ঢেকে বিডিওর কোয়ার্টারের গেটের বাইরে থেকে বড় বড় ইট ছুড়ে মারে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে। অভিযোগ, গত এক মাস ধরে একাধিকবার একইভাবে কোয়ার্টারে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। ওই কোয়ার্টারেই লালগোলার বিডিও, যুগ্ম বিডিও এবং আরও কয়েকজন সরকারি আধিকারিক তাঁদের পরিবার-সহ বসবাস