হরিরামপুর বিধানসভার অন্তর্গত বংশীহারী ধুমপাড়া এলাকায় বাউল উৎসবের সূচনা করলো বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার। রবিবার রাত্রি আনুমানিক আটটা নাগাদ বাউল উৎসবের সূচনা করেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক। শনি পুজো উপলক্ষে তিন দিনব্যাপী বাউল উৎসবের আয়োজন করেছেন ধুমপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা। রাজ্যের একাধিক খ্যাতিমান বাউল শিল্পীরা বাউল গান শোনাতে হাজির হবেন এই মঞ্চে। ঠিক তার আগে অনুষ্ঠানের উদ্বোধন করলেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার।