শিক্ষক দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নলহাটিতে নলহাটি পশ্চিম চক্র শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে। গত ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে ছিল হযরত মহম্মদ এর জন্মদিন নবী দিবস তাই সেদিন সমস্ত বিদ্যালয় ও সরকারি দপ্তরের ছুটি থাকায় আজ সোমবার ৮ই সেপ্টেম্বর করা হয় এই অনুষ্ঠান, আজ বেলা ১২:৩০টা নাগাদ নলহাটি ১ ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের শুরু হয় এই অনুষ্ঠান। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও নলহাটি পশ্চিম চক্র শিক্ষক দিবস উদযাপন ।