প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সারা রাজ্যে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক’ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তার প্রস্তুতি স্বরূপ প্রদেশ কার্যালয়ে সকল প্রদেশ নেতৃত্বদের নিয়ে আয়োজিত ‘সেবা পাক্ষিক প্রদেশ কর্মশালায় এই সিদ্ধান্ত হয়।