নদীর মনি থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পঁচা গলা মৃত দেহ উদ্ধার। বুধবার এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে ইটাহারের থারাইস গ্রামের সুই নদীর লুকানি মনি এলাকায়। জানা যায়, এদিন সকালে এলাকার বাসিন্দারা সুই নদীর তীরবর্তী মাঠে কাজে যান। সেই সময় তারা মহানন্দা ও সুই নদীর মিলনস্থলের লুকানি মনি এলাকায় এক মাঝ বয়সী ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ। তারা দেহ রায়গঞ্জে ময়নাতদন্তে পাঠিয়েছে।