রবিবার দুপুর আনুমানিক ৩-৩০ নাগাদ মর্মান্তিক দুর্ঘটনায় পথদুর্ঘটনায় মৃত্যু হলো দুজন শ্রমিকের। জানা যায় মন্তেশ্বর বিধানসভার অধীনে বিজুর ২ অঞ্চলের মুন্সীডাঙ্গা এলাকায় মেমারি সাতগেছিয়া রোডে মুন্সীডাঙ্গা এলাকায় একটি লড়ি ও ট্রাকটরে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ট্রাকটরের চার থেকে ৫ জন শ্রমিক আহত হয়। লড়িটি ট্রাকটর কে ধাক্কা মেরে রাস্তার ধারে জমিতে ফেলে দেয়।