কালনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দাতনকাটি তলা মসজিদ সংলগ্ন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা, পৌরসভাকে জানিও কোন কাজ হয়নি। অবশেষে নিজের অনারিয়ামের টাকা দিয়ে রাস্তা মেরামতির কাছে হাত লাগালে স্থানীয় এলাকার কাউন্সিলর সন্দীপ বসু। এদিন শনিবার নিজে এলাকায় দাঁড়িয়ে থেকে বেহাল রাস্তার কিছুটা অংশ ঘ্যাস, আদলা ইট ফেলে মেরামত করান তিনি। স্থানীয় এলাকাবাসীরা তারা জানাচ্ছেন বিষয়টি নিয়ে বহুবার পৌরসভার দ্বারস্থ হয়েছিলেন।