বর্ষায় জেলা জুড়ে মাঝে মধ্যে সাপের উপদ্রব দেখা দিচ্ছে। সর্পদষ্টের ঘটনা ঘটছেই। তা ঘিরে থাকা কুসংস্কারও মাথাচাড়া দিয়ে উঠছে। এ বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করতে হলুদকানালি উচ্চ বিদ্যালয়ে শিবির করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রানিবাঁধ বিজ্ঞান কেন্দ্র। শুক্রবার হলুদকানালি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে শিবির হয়। ছিলেন জেলা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি জয়দেব চন্দ্র, রানিবাঁধ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক কৃষ্ণসুদামা মণ্ডল-সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।