আসানসোলে স্কুলের পড়ুয়াদের নিয়ে সাইবার প্রতারণা বিষয়ে অনুষ্ঠানের আয়োজন আসানসোল দক্ষিণ থানা পুলিশের আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশানারেট এর আসানসোল দক্ষিণ থানা পুলিশের উদ্যোগে স্কুলে পড়ুয়াদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে নাট্যকার মাধ্যমে স্কুলের পড়ুয়াদের সচেতন করা হয় যে কি ভাবে সাইবার ফ্রড যাতে না হওয়া যায়। উপস্থিত ছিলেন acp আসানসোল বিশ্বজিৎ দাস, আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত অধিকারীক কৌশিক কুন্ডু সহ অনেকে অনুষ্ঠানটি সম্পন্ন হয় আজ দুপুর ২টায়