সবজি বোঝাই টোটো গাড়ি ধাক্কা মারল ইলেকট্রিক পোলে, দুমড়ে মুচড়ে গেল টোটোর সামনের অংশ ,আহত দুই মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হরিশপুর এলাকায় ঘটে গেল টোটো দুর্ঘটনা। আজ দুপুরে সবজি বোঝাই টোটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হড়মুড়িয়ে সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে। ধাক্কার জেরে দুমড়ে মুচড়ে যায় টোটোর সামনের অংশ। এতে গুরুতর জখম হন গাড়িতে থাকা দুই সবজি ব্যবসায়ী। স্থানীয়রা তৎপরতা দেখিয়ে আহতদের দ্রুত নিয়ে যান নিকটবর্তী স্বাস