টানা বৃষ্টিপাতের জেরে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল হরিডি গ্রামে একটি বাড়ি, অল্পের জন্য বাঁচল দুটি মোষ। টানা বৃষ্টিপাতের জেরে পুরুলিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। সেই মতো বাগমুন্ডির হরিডি গ্রামের মধুর মাহাতোর একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। শুক্রবার বিকেল চারটা নাগাদ তাঁরা জানান ওই বাড়িটির এক প্রান্তে দুটি মোষ ছিল। এবং আরেক প্রান্তে রান্নাঘর ছিল। তাই বাড়িটি ভেঙে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির সদস্যরা জানান তারা আবাস যোজনার কোন