পলাশীপাড়া বিধানসভার বিক্রমপুর পঞ্চায়েতের হেলেপাড়া মোড় থেকে আড়পাড়া মানিকতলা পর্যন্ত পেপার ব্লকের রাস্তা নির্মিত হয়েছে পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের বিধায়ক তহবিলের অর্থনতূলে। অত্যন্ত গ্রামাঞ্চলে ইট বা ঢালাই রাস্তার বদলে তৈরি করা হয়েছে আধুনিক ভাবে পেপার ব্লক দিয়ে। দীর্ঘদিনের দাবি মেনে এলাকার মানুষের রাস্তার সমস্যা সমাধান হওয়ায় খুশি সাধারণ মানুষ। বুধবার এলাকার স্থানীয় নেতৃত্বদের নিয়ে সেই রাস্তা পরিদর্শন করলেন বিধায়ক মানিক ভট্টাচার্য।