মন্ত্রীর উপস্থিতিতে খড়গ্রাম ব্লকের নগর কলেজে ক্লাস চলাকালীন ঢাক, মাইক বাজিয়ে আমাদের পাড়া, আমাদের সমাধান অনুষ্টান ঘিরে বিতর্ক। বৃহস্পতিবার দুপুরের এই অনুষ্টান ঘিরে ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ সকলের সাফ কথা, সরকারি অনুষ্টান হলেও কলেজের বাইরে করা উচিৎ ছিল। যদিও এবিষয়ে কলেজ কর্তৃপক্ষের সাফাই, কলেজের কমিউনটি হলে এই অনুষ্টান হওয়ায় ক্লাসের কোনও সমস্যা হয়নি। তবে কলেজের ছাত্র-ছাত্রীরা জানিয়েছে, তারস্বরে মাইক ও অনুষ্টানের ফলে ক্লাসে চরম সমস্যা সৃষ্টি হয়েছে।