প্রাকৃতিক বিপর্যয় ও অবিরাম বৃষ্টিপাতের কারণে গতকাল সন্ধ্যায় একটি মাটির বাড়ির দেয়াল ভেঙে পড়ে গৃহ হীন হয়ে পড়ে ঘুটগরিয়া গ্রাম পঞ্চায়েত নতুনগ্রাম গোপীনাথ বাউরি নামে এক ব্যক্তির বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায় ওই বাড়িটির ভিতরে একটি শিশু কোনরকমে রক্ষা পায়।এখন তারা স্থানীয় একটি ক্লাব আশ্রয় নেয়। আজ সেই গৃহহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারটি পাশে দাঁড়ালো বড় জোড়া ব্লক প্রশাসন। আজ ওই গৃহহীন গোপীনাথ বাউরি হাতে প্রয়োজনীয় কিছু ত্রাণ সামগ্রী তুলেদেওয়ার হল।