বাড়িতে চা করার সময় অসাবধানবশত আগুনে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার । মৃতা ছবি রানী মাঝি (৮১) এর বাড়ি বরাবাজার থানার সরবেড়িয়া এলাকায় । গতকাল ঘটনাটি ঘটার পর তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল । আজকে মারা যান তিনি । দেহটি ময়নাতদন্তের পর আজ বিকালে তুলে দেওয়া হয় আত্মীয়দের হাতে ।