আসানসোলে সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন, উপস্থিত মন্ত্রী ও জেলাশাসক আসানসোল স্থিত পশ্চিম বর্ধমান জেলা গ্রন্থেগারে আজ দুপুর একটায় অনুষ্ঠানিক ভাবে উদযাপন করা হলো সাধারণ গ্রন্থেগার দিবস। যেখানে প্রদীপ উজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তাছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক s পোন্নাম বলাম, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি আসানসোল পৌর নিগমের চিয়ারম্যান অমরনাথ চেটার্জি সহ অনেকে