জগৎবল্লভপুরের মুন্সিরহাটে একটি জুট মিলে আগুন। বুধবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ শ্রমিকরা যখন ওই মিলের মধ্যে কাজ করছিলেন সেই সময় হঠাৎ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে জুট। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটো ইঞ্জিন। এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে।