Barasat 1, North Twenty Four Parganas | Sep 3, 2025
পাবলিক অ্যাপসের খবরের জেরে আবার শুরু হলো সুঁটি সংস্কার, কচুরিপানা পরিষ্কারের কাজ পাবলিক অ্যাপসের প্রকাশিত খবরের জেরে বারাসাত ১ নম্বর ব্লকের বেলতলা থেকে দীঘরা পর্যন্ত নতুন করে সুঁটি নদীর ওপর থেকে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে দত্তপুকুর 'শুঁটি বাঁচাও কমিটি'র উদ্যোগে বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল। সেই ডেপুটেশনে সুঁটি নদী থেকে কচুরিপানা ও জঙ্গল পরিষ্কার এবং ১৮টি পোল