ভগবানপুর১নং পঞ্চায়েত সমিতির নির্মিত ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ কর্তৃক অনুমোদিত পাঁচটি ব্লক নিয়ে ভগবানপুর-১, ভগবানপুর-২, চন্ডীপুর, ময়না,ও নন্দকুমার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের শুভ আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আজ ভগবানপুর -১ব্লকের বনলাউড়ি পুকুর পাড়ে অনুষ্ঠিত হল। উদ্বোধনকরেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রবিন চন্দ্র মন্ডল,পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা ভগবানপুর-২পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী